“দেশের বাজারে সম্প্রতি উন্মোচন হওয়া ইউমিডিজি ব্র্যান্ডের নতুন দুই স্মার্টফোন পাওয়া যাচ্ছে রবিশপে। ‘ইউমিডিজি ওয়ান’ এবং ‘ ওয়ান প্রো’ নামের ফোন দুটি এখন যে কেউ অর্ডার করেই কিনতে পারবেন। রবিশপ থেকে স্মার্টফোন কিনলে সঙ্গে মিলবে রবির ডেটা বান্ডেল অফার এবং মিলতে পারে ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। এর আগে রাজধানীতে ফোন দুইটির উন্মোচন করে গ্রাহকদের জন্য অফার ঘোষণা করে ইউমিডিজি ও রবি।”
Daily Ittefaq
National Newspaper
“ইউমিডিজি এ৩ ফোনে রয়েছে ফুল এইচডি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াডকোর মিডিয়াটেক এমটি ৬৭৩৯। ২ গিগাবাইট র্যামের পাশাপাশি এতে রয়েছে ১৬ গিগাবাইটের মেমোরি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে স্টক অ্যানড্রয়েড ৮.১ ওরিও। পেছনে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ও ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।”
Prothom Alo
National Newspaper
“ বাজেট ফোন হিসেবে এ৫ প্রো ফোনটির ডিজাইন সুন্দর। গল্গাস বডি আকর্ষণীয় মাত্রা যোগ করেছে। ডিভাইসটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। গ্লাস বডি হওয়ার কারণে হাত থেকে পড়ে ফোনটি ভেঙে যেতে পারে। তাই ফোনটির সঙ্গে একটি ব্যাক কভার ব্যবহার করতে পারেন। ফোনটি এক হাতে ব্যবহার করা কঠিন হবে। তবে গ্রিপ পাওয়া যাবে তাই হাতে থেকে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় কম। ৩.৫ এমএম হেডফোন জ্যাক রয়েছে নিচে। ব্রেথিং ক্রিস্টাল এবং স্পেস গ্রে রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। ”